• ঢাকা বৃহস্পতিবার
    ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভেনাসকে স্পর্শ করলেন সিওনতেক

প্রকাশিত: জুন ৬, ২০২২, ১২:১৯ এএম

ভেনাসকে স্পর্শ করলেন সিওনতেক

ক্রীড়া ডেস্ক

ফ্রেঞ্চ ওপেনে নারী এককের শিরোপা পুনরুদ্ধার করলেন ইগা সিওনতেক। ফাইনালে যুক্তরাষ্ট্রের টেনিস সেনসেশন কোকো গফকে ৬-১৬-৩ ব্যবধানে সরাসরি সেটে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হন তিনি। টানা ৩৫ ম্যাচ জিতে ভেনাস উইলিয়ামসের রেকর্ড স্পর্শ করলেন পোলিশ তারকা।

এবারের ফ্রেঞ্চ ওপেনের নারী একক ছিল যেন অঘটনের উৎসব। চতুর্থ রাউন্ডের আগেই বিদায় নিয়েছিলেন শীর্ষ দশ বাছাইয়ের ৯জন। তবে এই অঘটনের মৌসুমেও শেষ মুহূর্ত পর্যন্ত অবিচল রইলেন ২১ বছর বয়সী ইগা সিওনতেক। শেষ অবধি ফ্রেঞ্চ ওপেনে নারী এককের শিরোপা পুনরুদ্ধার করলেন পোলিশ তরুণী।

দুই বছর আগে ক্লে কোর্টে চমক দেখিয়েছিলেন সিওনতেক। তবে পরের আসরেই ছন্দপতন। কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিলো। তবে এ পোলিশ তারকা প্রমাণ করেছেন তিনি এক আসরের চমক নন বরং লম্বা রেসের ঘোড়া। তাই তো ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ডস্ল্যামের স্বাদ পেলেন প্রথমের মঞ্চে।

জয়টা এত সহজে আসবে তা কে ভেবেছিলো? হতে পারে প্রতিপক্ষ কোকো গফের প্রথম গ্র্যান্ডস্ল্যাম ফাইনাল। হতে পারে মাত্র ১৮ বছরের এ আমেরিকান টিনেজার অভিজ্ঞতায় অনেক পিছিয়ে। তবে ফাইনাল মানেই তো দুই সেরার লড়াই। সেখানে রোলা গাঁরোর সব রোমাঞ্চ একাই টেনে নেন ইগা সিওনতেক। এ পোলিশ তারকার সামনে পাত্তাই পাননি কোকো গফ। প্রথম সেট ৬-১ এর পর, পরেরটি ৬-৩ গেমে জিতে নেন সিওনতেক।

পোল্যান্ডের টেনিস খেলোয়াড় সিওনতেক বলেন, দুই বছর আগে যখন আমি এই ট্রফি জিতেছিলাম তা অপ্রত্যাশিত ছিলো। এবার আমি খুবই পরিশ্রম করেছি। অনেক বেশি চাপ ছিল। তবে শেষ পর্যন্ত আমি সফল হয়েছি।

শুধু ফ্রেঞ্চ ওপেন নয় আরও একটি অর্জনে নাম লিখিয়েছেন ইগা। ভেনাস উইলিয়ামসের পর শতাব্দির দ্বিতীয় নারী খেলোয়াড় হিসেবে টানা ৩৫ ম্যাচে জিতেছেন এ ফ্রেঞ্চ ওপেনের নতুন রানী। এ বছর সব মিলিয়ে টানা ছয়টি শিরোপা জয়ী সিওনতেক।

জেডআই/ডা

আর্কাইভ