
প্রকাশিত: জুন ২৫, ২০২২, ১০:২৭ পিএম
প্রতীক্ষার পালা শেষে শুরু হলো
স্বপ্নযাত্রার নতুন অধ্যায়। প্রমত্তা পদ্মার বুকে সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচিত
হলো। খুলে গেল স্বপ্নের পদ্মা সেতুর দ্বার। শনিবার (২৫ জুন) দুপুর ১২টার দিকে
সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে উচ্ছ্বসিত ক্রীড়াঙ্গণের
তারকারা। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাকিব-তামিমরা।
এক ভিডিওবার্তায় তামিম বলেন, ‘আমার মনে হয় বাংলাদেশের জন্য বিশাল বড় একটা অর্জন। একটা সময় এমন ছিল যখন আমরা নিশ্চিত ছিলাম না যে পদ্মা সেতু হবে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ। ওনার নিবেদনের কারণে, ওনার চেষ্টার কারণে আজকে আমরা পদ্মা সেতু পেয়েছি।’
পদ্মা সেতু প্রকল্পের কর্মীদের ধন্যবাদ জানিয়ে জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক বলেন, ‘সঙ্গে এটাও বলব, পদ্মা সেতু প্রকল্পের সঙ্গে যারাই যুক্ত ছিলেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে যারা কর্মী ছিলেন, আপনাদের একটা কথাই বলতে চাই, আপনারা এমন একটা কাজ করেছেন, যেটা বাঙালি জাতি আজীবন মনে রাখবে। আমার ও বাংলাদেশ ক্রিকেট দলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ।’
আরেক ভিডিওবার্তায় সাকিব আল হাসান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষের পক্ষ থেকে। কারণ আমার কাছে মনে হয়, এটা দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য সবচেয়ে বড় অবদান। এটা বাঙালি জাতির একটা স্বপ্ন ছিল, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য সম্ভব হয়েছে।’
বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক বলেন, ‘সে কারণে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আর আশা করি, এই পদ্মা সেতু বাংলাদেশের অর্থনীতিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’
ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করা বাংলাদেশ দল কেক কেটে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন করে। এ ছাড়া মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি দেখার ব্যবস্থা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানেও কাটা হয় কেক। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) কেক কেটে পদ্মা সেতু বরণ করে নেয়।
জেডআই/এএল