
প্রকাশিত: মার্চ ১৬, ২০২৩, ০৫:৩৯ পিএম
এশিয়ান গেমস নারী ফুটবলের বাছাই খেলতে বাংলাদেশে আসছেন প্রবাসী ফুটবলার, সুইডেনের আনিকা রানিয়া সিদ্দিকী। বাংলাদেশি বংশোদ্ভূত ১৭ বছর বয়সী সুইডিশ উইঙ্গার আনিকার সঙ্গে অনেক দিন ধরে যোগাযোগ করে যাচ্ছিল বাফুফের নারী ফুটবল কমিটি।
এখন একটা পর্যায়ে এসেছে। যে কোনো সময় বাংলাদেশে এসে পৌঁছাবেন আনিকা। এমন কথা জানালেন নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।
তিনি জানিয়েছেন, বাছাইয়ের তালিকায় আনিকার নাম রাখা হয়েছে। ওর কাগজপত্রে ঝামেলা ছিল। সেগুলো ঠিক করা হয়েছে। এসে যাবে। ট্রায়াল দেবে। মেয়েটি সুইডেনে একটি ক্লাবে খেলছে। ওর মা-বাবা বাংলাদেশের। আনিকার জন্মও বাংলাদেশে।
এএল/