• ঢাকা বুধবার
    ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

টাইব্রেকারে গড়াল সিরিজ

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৩, ০১:৩৯ এএম

টাইব্রেকারে গড়াল সিরিজ

ক্রীড়া ডেস্ক

নেপালের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের আজ দ্বিতীয় ম্যাচ। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশ ও নেপালের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। আজকের ম্যাচটিও ড্র হওয়ায় সিরিজ শিরোপা নির্ধারণের জন্য টাইব্রেকার হবে। যদিও ফিফার হিসাবে ম্যাচটি আনুষ্ঠানিকভাবে ড্রই থাকবে। 

আজকের ম্যাচে বাংলাদেশ গত ম্যাচের একাদশ নিয়েই নেমেছিল৷ সফরকারী নেপাল ম্যাচের প্রথমার্ধে গোলের সুযোগ সৃষ্টি করেছিল বেশি। তাদের ফরোয়ার্ড সাবিত্রা ভান্ডারী বেশ কয়েকটি আক্রমণ রচনা করেছিলেন। পক্ষান্তরে বাংলাদেশও গোলের সুযোগ পেয়েছিল৷ অধিনায়ক সাবিনা খাতুন নেতৃত্বে বাংলাদেশ দল গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই বাংলাদেশ তিন জন খেলোয়াড় পরিবর্তন করে৷ রিতু পর্ণা চাকমা, সুমাইয়া, রিপাকে নামান কোচ মাহবুবুর রহমান লিটু। খেলোয়াড় পরিবর্তন করেও ম্যাচের ফলাফল বদলাতে পারেনি বাংলাদেশ। 

গত ম্যাচে বাংলাদেশ ইনজুরি সময়ে গোল হজম করে ম্যাচ ড্র করেছিল। আজ ইনজুরি সময়ে গোলের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত বাংলাদেশ গোল করতে পারেনি। টাইব্রেকারের জন্য নেপাল গোলরক্ষক পরিবর্তন করে।  

 

বিএস/

আর্কাইভ