• ঢাকা বৃহস্পতিবার
    ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
এশিয়ান কাপ ফুটবল

দক্ষিণ কোরিয়ার নাটকীয় ড্র, বাহরাইনের জয়

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৪, ১০:০৩ এএম

দক্ষিণ কোরিয়ার নাটকীয় ড্র, বাহরাইনের জয়

ক্রীড়া ডেস্ক

এশিয়ান কাপ ফুটবলে শনিবার অনুষ্ঠিত দুই ম্যাচেই ছিল নাটকীয়তায় ভরপুর। এক ম্যাচে দক্ষিণ কোরিয়া ও জর্ডান ২-২ গোলে ড্র করেছে। অন্য ম্যাচে বাহরাইন ১-০ গোলে হারিয়েছে মালয়েশিয়াকে।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জর্ডান কখনো জয়ের মুখ দেখেনি। এবার সেই সম্ভাবনা তৈরি করেছিল। শুরুর নবম মিনিটে পিছিয়ে পড়া ম্যাচে তারা ২-১ গোলে জয়ের স্বপ্ন দেখছিল। নির্ধারিত সময়ের শেষ মিনিট অর্থাৎ ৯০ মিনিট পর্যন্ত এ ব্যবধানে তারা এগিয়ে ছিল। কিন্তু ইনজুরি সময়ের প্রথম মিনিটে দক্ষিণ কোরিয়া গোল করে সমতায় ফেরে। ফলে জয় পাওয়া হয়নি জর্ডানের।

পয়েন্ট ভাগাভাগি হলেও জর্ডান দ্বিতীয় রাউন্ডের সম্ভাবনা উজ্জ্বল করেছে। দুই ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। দক্ষিণ কোরিয়ারও পয়েন্ট ৪।

মালয়েশিয়ার বিপক্ষে বাহরাইনের জয়েও ছিল নাটকীয়তা। ১-০ গোলের এ জয়টা বাহরাইন পেয়েছে আলী জাফর মাদানের গোলে। মূল্যবান এ গোলটি হয় ৯৫ মিনিটে। এ জয়ের ফলে বাহরাইন দ্বিতীয় রাউন্ডের স্বপ্ন দেখছে। দুই ম্যাচ থেকে তাদের পয়েন্ট ৩। মালয়েশিয়া এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি।

গ্রুপের শেষ ম্যাচে বাহরাইন ও জর্ডান মুখোমুখি হবে। অন্য ম্যাচে দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষ মালয়েশিয়া। 

আর্কাইভ