• ঢাকা বৃহস্পতিবার
    ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

বৃষ্টিতে ভেসে গেলো বাংলাদেশ-পাকিস্তানের প্রথম দিনের খেলা

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৪, ০৩:২৭ পিএম

বৃষ্টিতে ভেসে গেলো বাংলাদেশ-পাকিস্তানের প্রথম দিনের খেলা

ক্রীড়া ডেস্ক

টানা বৃষ্টিতে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানে-বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

 

আজ শুক্রবার (৩০ আগস্ট) সিরিজের দ্বিতীয় টেস্টের খেলা মাঠে গড়ানোর কথা ছিল। তবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় টস হওয়ার কথা থাকলেও টানা বৃষ্টিতে টস হয়নি।

 

এরপর বাংলাদেশ সময় দুপুর ১টায় (স্থানীয় সময় ১২টা) আম্পায়াররা মাঠ পরিদর্শন করেন। এর কিছুক্ষণ পরই প্রথম দিনের খেলা পরিত্যাক্ত ঘোষণা করা হয়।

 

উল্লেখ্য, এর আগে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন বৃষ্টি বাগড়া দিলেও খেলা হতে পেরেছিল ৪১ ওভার। আজ হতে পারল না একটি বলও। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের বড় জয় তুলে নিয়েছে টিম টাইগার্স। সিরিজে ১-০তে এগিয়ে আছে লাল-সবুজের দল।

আর্কাইভ