• ঢাকা শনিবার
    ০৭ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১

আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, নেই সাকিব-লিটন

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৪, ০৯:৩৮ পিএম

আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, নেই সাকিব-লিটন

ক্রীড়া ডেস্ক

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে নেই সাকিব আল হাসান ও লিটন দাস।

বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জ্বরের কারণে আফগানিস্তান সিরিজের দলে নেই লিটন। একই কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টেও খেলা হয়নি তার।

এদিকে টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেওয়া সাকিব আল হাসান এবার ওয়ানডে দলেও জায়গা পাননি। জানা যায়, প্রস্তুতিট ঘাটতির কারণে আফগানিস্তান সিরিজের দলে নেই এই তারকা অলরাউন্ডার।

দলে একমাত্র নতুন মুখ নাহিদ রানা। টেস্টে ইতোমধ্যে নিয়মিত হয়ে গেলেও একদিনের ক্রিকেটে এখনো তার অভিষেক হয়নি।

প্রসঙ্গত, আগামী ৬ নভেম্বর তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজের বাকি দুই ওয়ানডে হবে যথাক্রমে ৯ ও ১১ নভেম্বর। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশের ওয়ানডে দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

আর্কাইভ