
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৫, ১০:২৮ পিএম
এনসিএল টি-টোয়েন্টির প্রথম আসরেই শিরোপা ঘরে তুলেছিল রংপুর বিভাগ। তাই এবারের আসরে তাদের সামনে চ্যালেঞ্জ ছিল শিরোপা ধরে রাখার। যেখানে পুরোপুরি সফল হয়েছে উত্তরবঙ্গের দলটি। ফাইনালে খুলনাকে হারিয়ে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়েছে রংপুর।
রোববার (১২ অক্টোবর) সিলেটে শিরোপা নির্ধারণী ম্যাচে রংপুরকে ১৩৬ রানের সহজ লক্ষ্য দিয়েছিল খুলনা বিভাগ। জবাব দিতে নেমে ১৮ বল এবং ৮ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় রংপুর। এতে আবারও শিরোপা জয়ের উল্লাসে মাতে দলটি।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে জাহিদ জাভেদ এবং নাসির হোসেনের ওপেনিং জুটিতে ভর করে দারুণ শুরু পেয়েছে রংপুর। ২৪ বলে ২৭ রান করেছেন জাভেদ। ওপেনিং জুটি থেকে আসে ৬১ রান।
৩১ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলা নাসির থামেন দলের ৮৪ রানের মাথায়। দুই ওপেনারকে হারালেও তেমন বেগ পেতে হয়নি রংপুরকে। অধিনায়ক আকবর আলী এবং নাঈম ইসলামের ব্যাটে চড়ে এগিয়েছে রংপুর। কার্যকরী ব্যাটিংয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন হাসিম এবং নাঈম।
১৮ বল হাতে রেখে ৮ উইকেটে জয়লাভ করে রংপুর। ৩২ বলে ৪০ রান করে টিকে ছিলেন নাঈম। ১৫ বলে ১৯ রান করে অপরাজিত ছিলেন আকবর।
খুলনার হয়ে ১টি করে উইকেট নেন শেখ পারভেজ জীবন এবং আফিফ হোসেন।
এর আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান তোলে খুলনা। দলটির কেউই ফিফটি পাননি। দলীয় সর্বোচ্চ ইনিংস খেলেছেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন।
৩২ বলে ৪৪ রানের ইনিংস খেলেন তিনি। এ ছাড়া ১৩ বলে ২৪ রান করেছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। ৭ বলে ১১ রান করে অপরাজিত ছিলেন নাহিদুল ইসলাম। ফলে কোনো রকম ১৩৬ রানের লড়াকু পুঁজি পেয়েছিল খুলনা।