• ঢাকা শুক্রবার
    ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শর্ত

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৩, ০৯:২৫ পিএম

শর্ত

অশেষ বন্দ্যোপাধ্যায়

নদীর কাছে আমার ভালোবাসা।

বাঁধা পড়তে চায়না
তাই
নদীর স্রোতের টানে ভালোবাসা আমার 
ভেসে গেছে ।
ভেসে ভেসে তীর ঘেঁষে যেতে যেতে
হ্যাংলার মতো চেয়ে দেখতে দেখতে
ভালোবাসা সরে গেছে দূর বহুদূর।

নদীর কাছে আমার গোপন কথা।

গভীর গোপন না বলতে পারা কথা
নদীর জলে মুখ ঝুঁকিয়ে 
চুপিচুপি ফিসফিসিয়ে জানিয়ে দিয়েছি
রাত গভীরে। 
আমার সে কথা নদী ভাসিয়ে নিয়ে গেছে
মোহনার কাছে।

নদীর কাছে আমার বাঁচার শর্ত।

ভালোবাসার অনুভবে ভুল ছিল
গোপন কথার অর্থহীন ব্যর্থতা ঘিরে 
অভিমানী মন নদী জলে ডুব দিয়ে 
নতুন করে বাঁচার শর্ত খুঁজছে।।

আর্কাইভ