• ঢাকা রবিবার
    ১২ মে, ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১

হিম শীতল স্পর্শ

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৩, ০৯:৩৭ পিএম

হিম শীতল স্পর্শ

অশেষ বন্দ্যোপাধ্যায়

কানা গলিতে ধাক্কা খায়
অন্ধ ধৃতরাষ্ট্র। চোখে পট্টি বাঁধা গান্ধারী
হাতে হাত রেখে অনুভবে প্রেম মশগুল।

আলোর সন্ধানে হাতড়ে বেড়াতে 
সুড়ঙ্গ পথে দম বন্ধ বাতাস ভারী
দুজনে মাথা ঠোকাঠুকি করে মরা।

এভাবেই একসময় আলোর ঝলকানি
দু চোখে দৃষ্টি নন্দন দৃশ্যপট
সঞ্জয়ের কাঁধে হাত রেখে 
বৈতরণী পর হবার চেষ্টা দুজনেরই।

শেষটা নিছকই ছেলেখেলা।

এলেবেলে এলোমেলো কানামাছি খেলা
ছু: মন্তর অদৃশ্য হাতছানি।

খেলার ছলে মৃত্যুকে ছুঁয়ে ফেলা।।

আর্কাইভ