• ঢাকা মঙ্গলবার
    ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ব্রাজিলের বিদায়ের পর তিতের পদত্যাগ

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২২, ০৫:০৪ পিএম

ব্রাজিলের বিদায়ের পর তিতের পদত্যাগ

ক্রীড়া প্রতিবেদক

ক্রোয়েশিয়ার কাছে হেরে হেক্সা মিশন শেষ হয়েছে ব্রাজিলের। কোয়ার্টার ফাইনালে দলের এমন বিদায়ের পর পদত্যাগ করেছেন ব্রাজিলের কোচ তিতে। শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে টান টান উত্তেজনার ম্যাচ অতিরিক্ত সময়ে ১-১ গোলে শেষ হয়। এরপর টাইব্রেকারে ক্রোয়েশিয়ার কাছে হেরে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

দলের হারের পরপরই পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান তিতে। এডুকেশন সিটি স্টেডিয়ামে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, এই চক্রের সমাপ্তি এখানেই। খবর গোল ডটকম’র।

তিতে বলেন, `আমি এক দেড় বছর আগে যা বলেছি (বিশ্বকাপের পর দায়িত্ব ছাড়ব) সেই কথা থেকে সরে আসছি না। নাটকের কোনো প্রয়োজন নেই। আরও অনেক ভালো পেশাদার মানুষ আছেন যারা আমার জায়গায় আসতে পারেন। এই চক্রের সমাপ্তি এখানেই।‍‍`

২০১৬ সালে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেন ৬১ বছর বয়সী তিতে। ২০১৯ সালে তার অধীনে কোপা আমেরিকা জেতে ব্রাজিল। কিন্তু ২০১৮ বিশ্বকাপেও তিতের অধীনেই কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিতে হয়েছিল সেলেসাওদের।

এআরআই

আর্কাইভ