• ঢাকা মঙ্গলবার
    ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

বিদায়ী কোচ তিতেকে নিয়ে আবেগঘন পোস্ট নেইমারের

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২২, ০১:৫২ এএম

বিদায়ী কোচ তিতেকে নিয়ে আবেগঘন পোস্ট নেইমারের

ক্রীড়া ডেস্ক

হেক্সা জয়ের লক্ষ্যেই কাতার গিয়েছিল ব্রাজিল। কিন্তু কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিশ্বকাপ মিশনের সমাপ্তি ঘটে সেলেসাওদের। বিশ্বকাপ থেকে বাদ পড়ার পরই কোচের পদ ছেড়ে দেন তিতে। এবার বিদায়ী সেই তিতের প্রসঙ্গে নেইমার জানান, তার ক্যারিয়ারের অন্যতম সেরা কোচ ছিলেন তিতে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তিতের সঙ্গে একটি ছবি পোস্ট করে আবেগঘন ভাষায় নেইমার লিখেন, ‘আমি এখন পর্যন্ত যতজন কোচকে পেয়েছি কিংবা পাব তাদের মধ্যে আপনি সব সময়ই উপরের দিকে থাকবেন। আমরা সুন্দর মুহূর্ত কাটিয়েছি একই সঙ্গে খারাপ সময়ও পার করেছি, বিশেষ করে শেষেরটি (বিশ্বকাপ থেকে বিদায়) আমাদের অনেক দিন কষ্ট দিবে।’

আরও পড়ুন : রেফারি মাতেও লাহোসকে বাড়ি পাঠালো ফিফা

কোচ হিসেবে একটি বিশ্বকাপ জেতার মতো যোগ্যতা তিতের আছে উল্লেখ করে নেইমার আরও লিখেন, ‘বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়াটা আপনার প্রাপ্য ছিল। আমাদের সবচেয়ে বড় স্বপ্ন সত্যি করতে যা কিছু আমরা করেছি এবং যা কিছু ছেড়েছি তাতে আমরা সবাই এটার দাবিদার ছিলাম। কিন্তু ঈশ্বর এমনটা চাননি, ধৈর্য ধরুন।’

নিজের পোস্টের শেষাংশে নেইমার তিতেকে ধন্যবাদ জানিয়ে আরও লিখেন, ‘আমি আপনাকে একজন কোচ হিসেবে চিনতাম। এটাও জেনে গিয়েছিলাম আপনি কোচ হিসেবে দুর্দান্ত। কিন্তু একজন মানুষ হিসেবে আপনি আরও বেশি দুর্দান্ত। আমি এখানে এসেছি সবার সামনে আপনাকে ধন্যবাদ জানাতে সব কিছুর জন্য, যা আপনি আমাদের শিখিয়েছেন।’

এআরআই

আর্কাইভ