• ঢাকা মঙ্গলবার
    ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

৪০ বছর বয়সেও যে বোলার আইপিএল মাতাচ্ছেন

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৩, ১২:৩৪ এএম

৪০ বছর বয়সেও যে বোলার আইপিএল মাতাচ্ছেন

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

সবশেষ খেলা দুই আসরে বেশিরভাগ সময় কাটিয়েছেন বেঞ্চে বসেই। গত আসরে ছিলেন না কোনো দলে। তবে চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) লখনৌ সুপার জায়ান্টসের হয়ে শুরুটা যেভাবে করেছেন, তাতে বোঝার অবকাশ নেই যে অমিত মিশরার বয়স ৪০ পেরিয়ে গেছে।

এক সময় ভারতের জার্সিতে মাতিয়েছেন ২২ গজ। লেগ স্পিনে দেখিয়েছেন বাজিমাত। তবে ২০১৭ সালের পর আর জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো হয়নি তার। ৬ বছর আগে জাতীয় দলের দরজা বন্ধ হয়ে গেলেও, দুনিয়ার সবচেয়ে জাঁকজমকপূর্ণ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলের দরজা এখনো খোলা অমিত মিশরার জন্য।

আইপিএলে সবশেষ ২০২০ ও ২০২১ সালে খেলেছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। ওই দুই আসরে অবশ্য খুব একটা মাঠে নামার সুযোগ পাননি তিনি। দুই আসর মিলে খেলেছিলেন মাত্র ৭ ম্যাচ। যেখানে তুলে নিয়েছিলেন ৯ উইকেট। এরপরও ২০২২ সালে কোনো দলের নজরে পড়েননি অমিত। এর মধ্যে বয়সটাও পেরিয়ে গেছে ৪০। তারপরও লখনৌ সুপার জায়ান্টস তার বোলিংয়ে ভরসা রেখে ১৬তম আসর শুরুর আগে মিনি নিলামে খরচ করেছেন ৫০ লাখ রুপি।

সুযোগ পেয়ে আস্থার প্রতিদান প্রথম ম্যাচেই দিয়েছেন অমিত। আসর শুরুর প্রথম দুই ম্যাচে দলে জায়গা না হলেও শুক্রবার (৭ এপ্রিল) তৃতীয় ম্যাচের একাদশে ছিলেন তিনি। সুযোগ পেয়েই বল হাতে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। ৪ ওভার বল করে ২৩ রান খরচায় নিয়েছেন ২ উইকেট। অমিত ছাড়াও দলের বাকি বোলারদের নৈপুণ্যে সানরাইজার্স হায়দরাবাদকে অল্প রানে আটকে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে লখনৌ।

আইপিএলের অন্যতম অভিজ্ঞ বোলার অমিত । একমাত্র বোলার যিনি তিনটি হ্যাটট্রিক করেছেন। ২০০৮ সালে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে, ২০১১ সালে ডেকান চার্জার্সের হয়েও তার তৃতীয় হ্যাটট্রিকটি করেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ২০১৩ সালে। শুক্রবারের ম্যাচে হ্যাটট্রিক করতে না পারলেও এক ওভারে নিয়েছিলেন ২ উইকেট। ৩ বলের ব্যবধানে সাজঘরে ফিরিয়েছিলেন ওয়াশিংটন সুন্দর ও আদিল রশিদকে।

ম্যাচ শেষে নিজের সাফল্য সম্পর্কে অমিত বলেন, ‍‍`আমি বিশেষ কিছু করিনি। শুধু উইকেটকে ভালোভাবে জানার চেষ্টা করেছি। ব্যাটাররা আমার বোলিংয়ের বিরুদ্ধে কী ধরনের শট খেলবে তা আগাম বুঝে নেয়ার চেষ্টা করেছি এবং কিছুটা সাফল্য পেয়েছি।‍‍`

আইপিএলে সবমিলিয়ে ১৫৫ ম্যাচ খেলেছেন অমিত মিশরা। যেখানে ২৩.৮৩ গড়ে ও ৭.৩৫ ইকোনমিতে তারা শিকার ১৬৮ উইকেট।

 

জেকেএস/

আর্কাইভ