• ঢাকা শনিবার
    ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ক্লাবের অনুমতি না নিয়ে সৌদি আরব সফর করায় ক্ষমা চাইলেন মেসি

প্রকাশিত: মে ৬, ২০২৩, ০৪:০৫ এএম

ক্লাবের অনুমতি না নিয়ে সৌদি আরব সফর করায় ক্ষমা চাইলেন মেসি

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

ক্লাবের অনুমতি না নিয়ে সৌদি আরব সফর করেছিলেন লিওনেল মেসি। এই ঘটনায় কম জল ঘোলা হয়নি। অনুমতি না নেয়ায় তাকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করে ফরাসি ক্লাবটি। এ ঘটনায় ক্ষমা চেয়েছেন আর্জেন্টাইন তারকা।

নিজের ইনস্টাগ্রামে মেসি একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘ভেবেছিলাম খেলার পর অন্য দিনের মতো ছুটি পাব। সফরটা বাতিল করার কোনো সুযোগ ছিল না, যেহেতু আগেও বাতিল করেছিলাম।’

মেসিকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করে পিএসজি। নিয়ম না মানায় হয়তো ক্ষোভ থেকেই এ শাস্তি দিয়েছে তারা। যার কারণে ক্ষমা চেয়ে আর্জেন্টাইন তারকা যোগ করেন, ‘আমি আমার সতীর্থদের কাছে ক্ষমা চাইছি। দেখি ক্লাব আমার কাছ থেকে কী চায়!’

গত ৩০ এপ্রিল লরিয়েন্টের কাছে ১-৩ গোলে হেরে যায় পিএসজি। দলের হারের দিনে মাঠে ম্লান ছিলেন আর্জেন্টাইন মহাতারকা। এমন পারফরম্যান্সের পর ক্লাবটির সমর্থকরা দুয়োও দেন তার নাম ধরে। এরপরই প্যারিস থেকে সৌদি আরবের দিকে উড়াল দেন মেসি।

সৌদি আরবের পর্যটনমন্ত্রী আহমেদ আল খতিব মেসির সৌদি সফরের খবর টুইটারে শেয়ার করে লিখেন, ‘আমি কৃতজ্ঞতার সঙ্গে সৌদি আরবের পর্যটনের শুভেচ্ছাদূত লিওনেল মেসি ও তার পরিবারকে দ্বিতীয়বারের মতো এখানে ছুটি কাটাতে আসায় স্বাগত জানাচ্ছি। আমরা সৌদি আরবের ঐতিহ্যবাহী ও প্রকৃত অভ্যর্থনায় তাদের স্বাগত জানাতে পেরে আনন্দিত।’

মেসির এ সফর নিছক ভ্রমণ নাকি ভিন্ন কোনো কিছুর ইঙ্গিত বহন করছে তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। কেননা আগামী ৩০ জুন পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে তার। তার আগে কী নতুন কোনো ঠিকানার খোঁজ করছেন আর্জেন্টাইন তারকা? এমন প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে ফুটবলপাড়ায়। এমন গুঞ্জনের মধ্যেই মেসিকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করে পিএসজি।

 

জেকেএস/

আর্কাইভ