• ঢাকা শুক্রবার
    ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

আগামী হোম গ্রীষ্মের মৌসুমে অস্ট্রেলিয়ার ব্যস্ত সূচি

প্রকাশিত: মে ১৫, ২০২৩, ১০:৪৩ পিএম

আগামী হোম গ্রীষ্মের মৌসুমে অস্ট্রেলিয়ার ব্যস্ত সূচি

ক্রীড়া ডেস্ক

ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের আগামী গ্রীষ্মের মৌসুমের সূচি প্রকাশ করেছে। অস্ট্রেলিয়া ২০২৩-২৪ মৌসুম শুরু করবে আগামী ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। এদিকে পুরুষ দলের পাশাপাশি নারী দলের সূচিও প্রকাশ করেছে সিএ।

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হচ্ছে আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। এরপর, অস্ট্রেলিয়া সাদা বলের সিরিজ খেলবে ভারতের বিপক্ষে। এরপর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে অজিরা, যা তাদের গ্রীষ্মকালীন সূচির প্রথম হোম সিরিজ। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজটি হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী চক্রের অংশ। জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হবে অ্যাশেজ দিয়ে।

গত বছর পাকিস্তানে গিয়ে খেলে এসেছে অস্ট্রেলিয়া। এবার পাকিস্তান যাবে অস্ট্রেলিয়াতে। ঐতিহাসিক বক্সিং-ডে টেস্টের জন্য মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে যাওয়ার আগে ১৪ ডিসেম্বর পার্থে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। সিরিজটি ২০২৪ সালের নিউ ইয়ার টেস্ট দিয়ে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শেষ হবে।

এদিকে, অস্ট্রেলিয়ায় খেলতে যাবে ওয়েস্ট ইন্ডিজও। তারা তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে ফেব্রুয়ারি মাসে। এর আগে জানুয়ারিতে হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। আগামী বছরের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শেষ হবে অস্ট্রেলিয়ার ২০২৩-২৪ গ্রীষ্মকালীন মৌসুম।


এদিকে অস্ট্রেলিয়ার নারী দলের মৌসুম শুরু হবে চলতি বছরের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। আর তাদের মৌসুম শেষ হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দিয়ে।


এডিএস/

আর্কাইভ