• ঢাকা মঙ্গলবার
    ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

স্ত্রীর পাশে থাকতে বিসিবির চাকরি ছাড়লেন জুলিয়ান ক্যালেফাতো

প্রকাশিত: জুন ২২, ২০২৩, ০৮:৫৩ পিএম

স্ত্রীর পাশে থাকতে বিসিবির চাকরি ছাড়লেন জুলিয়ান ক্যালেফাতো

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পুনর্বাসন কেন্দ্রের প্রধান জুলিয়ান ক্যালেফাতো পদত্যাগ করেছেন। বিসিবির এক সূত্র জানিয়েছে, ক্যানসারে আক্রান্ত স্ত্রীর পাশে থাকতেই নিজের পদ থেকে সরে দাঁড়ালেন তিনি।

ক্যানসারে আক্রান্ত স্ত্রীকে সময় দিতে চান ক্যালেফাতো। বিসিবির সূত্র জানিয়েছে, পুনর্বাসন কেন্দ্রের জন্য নতুন কাউকে খোঁজা হচ্ছে। ২০১৯ সালে বিসিবির সঙ্গে যুক্ত হয়েছিলেন ইতালিয়ান বংশোদ্ভূত এই সাউথ আফ্রিকান।

জুন মাসের শেষ তারিখে বিসিবির সঙ্গে সম্পর্ক শেষ হবে জুলিয়ান ক্যালেফাতোর। তার আগে এখনই খেলোয়াড়দের থেকে বিদায় নিতে শুরু করেছেন তিনি। দুই মেয়াদে প্রায় আড়াই বছরের মতো সাকিব-তামিমদের সঙ্গে কাজ করেছেন ক্যালেফাতো।


প্রথম ধাপে জাতীয় দলের ফিজিও হিসেবে যোগ দিয়েছিলেন ক্যালেফাতো। এরপর অবশ্য করোনার সময় হাঁপিয়ে উঠেছিলেন তিনি। এরপর বাধ্য হয়েই জাতীয় দলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে চলে যান।

এরপর বিসিবির রিহ্যাবিলিটেশনের প্রধান হয়ে ফেরেন তিনি। ক্রিকেটারদের ইনজুরি নিয়ে কাজ করতেন ক্যালেফাতো। তবে কাজের চেয়ে পরিবার বড়, যার কারণে এবার চাকরি থেকে সরে দাঁড়াতে হলো তাকে।


এডিএস/

আর্কাইভ