প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০৭:০০ পিএম
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ ঘিরে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছে, বাংলাদেশ যদি ভারতে গিয়ে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়ে অবস্থান ধরে রাখে, তবে টুর্নামেন্ট থেকে বাংলাদেশকে বাদ দিয়ে অন্য একটি দলকে অন্তর্ভুক্ত করা হতে পারে। খবর ক্রিকেট বিষয়ক পোর্টাল ক্রিকইনফো`র।
বিষয়টি নিয়ে আইসিসি বোর্ডে ভোটাভুটি হয়েছে বলেও জানা গেছে। সেখানে বোর্ডের অধিকাংশ সদস্যই বিকল্প দল অন্তর্ভুক্ত করার পক্ষে মত দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে বিসিবিকে আরও একদিন সময় দিয়েছে আইসিসি। এই সময়ের মধ্যে ভারতে গিয়ে খেলার বিষয়ে নিজেদের চূড়ান্ত অবস্থান আইসিসিকে জানাতে হবে বিসিবিকে।
আইসিসি আরও চেয়েছে বিসিবি যেন বাংলাদেশ সরকারের সঙ্গেও বিষয়টি পরিষ্কারভাবে আলোচনা করে তাদের সিদ্ধান্ত জানায়। নির্ধারিত সময়ের মধ্যে ইতিবাচক সাড়া না মিললে বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হতে পারে।
এদিকে বাংলাদেশকে সরিয়ে দিলে কোন দল বিশ্বকাপে সুযোগ পেতে পারে, তা নিয়েও আলোচনা চলছে। ক্রিকইনফো বলছে, সে ক্ষেত্রে গ্রুপ সি তে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হতে পারে।