প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ১১:০৪ এএম
সবশেষ আইসিসি সভা শেষে বাংলাদেশ নিজেদের আবিষ্কার করেছে কোণঠাসা অবস্থায়। বিশ্বকাপে খেলবে কি না, সে সিদ্ধান্ত আজকের মধ্যে জানাতে হবে আইসিসিকে। না হলে বাংলাদেশের জায়গা নেবে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা স্কটল্যান্ড।
এমন পরিস্থিতিতে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াডে থাকা খেলোয়াড়দের সঙ্গে আলোচনায় বসছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। বাংলাদেশ দল ভারতে খেলবে কি না, বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের অবস্থানসহ গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হওয়ার কথা সেখানে। এর আগে বুধবার রাতে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বিসিবি সভাপতি ও আরও কয়েকজন বৈঠক করেন।
আইসিসি বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের অনুরোধ নাকচ করার কয়েক ঘণ্টা পরও আশা ছাড়েননি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। তিনি মনে করেন, বাংলাদেশ এখনো বিশ্বকাপে খেলতে পারে। তার বিশ্বাস, আইসিসি শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলাতে পারে এবং ম্যাচ ভারত থেকে সরাতে পারে।
আমিনুল ইসলাম বলেন, ‘আমি আইসিসির কাছ থেকে একটা অলৌকিক কিছুর আশা করছি। বিশ্বকাপ খেলতে কে না চায়? আইসিসির প্রেস বিজ্ঞপ্তির পর আমরা আসলে কিছু বলতে পারি না। বৈঠক হয়েছে দেড় ঘণ্টা। ভোটের আগে আমরা আমাদের সিদ্ধান্তের কারণ আইসিসি বোর্ডকে ব্যাখ্যা করেছি। আমরা ভোটে যেতে চাইনি। আমরা আলাদা অবস্থানে ছিলাম।’
একই সঙ্গে তিনি বলেন, এই অনিশ্চয়তার সময়ে সরকারকে চাপ দিতে চান না। আমিনুল ইসলাম বলেন, ‘আমি সরকারকে চাপ দিতে চাই না। আমরা জানি, ভারত আমাদের জন্য নিরাপদ নয়। আমরা শ্রীলঙ্কায় খেলতে চাই। আমি জানি, আইসিসি আমাদের অনুরোধ ফিরিয়ে দিয়েছে। তবুও আমরা আবার সরকারের সঙ্গে কথা বলব। সরকারের মতামত আইসিসিকে জানাব। সরকার সিদ্ধান্ত নিলে শুধু খেলোয়াড়দের কথা ভাবে না, সবাইকে বিবেচনায় নেয়।’
এর আগে বুধবার আইসিসি সদস্য দেশগুলোর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে। সেখানে বাংলাদেশ ছাড়া শুধু পাকিস্তানই ভারতের মাটিতে না খেলতে চাওয়ার পক্ষে ভোট দেয়। বাকি সবাই বাংলাদেশের বিপক্ষে অবস্থান নেয়। ফলে পিসিবির সমর্থনও আইসিসির সিদ্ধান্ত বদলাতে পারেনি। আইসিসি বাংলাদেশকে আরও ২৪ ঘণ্টা সময় দিয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে।