
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২২, ০৮:৩২ পিএম
অনেক ছিল বেঁধে রাখবার
খেয়াল
অনেক দূরে হারিয়ে যাবো
কথাছিল দুজনের
তোমার শরীর যখন ফাগুনে
এলোমেলো
যখন বসন্ত এলো উতলা
হাওয়ায়
ফুলে ফলে রঙিন হলো যৌবন
শিমুলের ডালে
তখন ঘর বাঁধবার নেশা তুলে
দিলে অন্য পালে
মৌমিতা তুমি বলেছিলে, এবার পালাবার
বয়স
গাদা গাদা অভিযোগ --
আকাশের চাঁদ দিলে না
নীল সাগরের নীলপদ্ম দিলে
পাতা ছেঁড়া
বলেছো, তাতে কাজের কথা ছিল না--
লুকিয়ে ছিলে তুমি-তোমার
বিশ্বাস
আমি ঘুড়ি হবো তোমার হাতে
থাকবে নাটাই
তুমি ধরবে আর আমি আকাশ
দেখবো
তখন মেঘ ছুঁয়ে যাবে আমার
দেহ
তুমি সবখানে আমাকে
হেঁয়ালি করেছো!
সব আছে খেয়ালে আমার
সব মনে আছে তোমার ভিতর
তুমি তোমাকে এঁকেছো
ফঁড়িংয়ের মতো
পড়বে আর দেখবে যেখানে
বারবার
তুমি কথা রাখোনি
তুমি বিশ্বাসে ঠুকে
দিয়েছো শেষ পেরেক
আর আমি আমার সব খেয়াল
পিঠে নিয়ে চলি
আর দেখি, জীবনের
জানালাগুলো
তুমি বন্ধ করে দিয়েছো -
আমার কাঁধে মিথ্যা অভিমান
ঝুলে দেখছো
আকাশ কি আছে একই রকম
চাঁদ সেকি তোমার নাকি
আমার
বড় পাল্টাতে জানো তুমি-
লজ্জাবতী গাছ
তুমি জেনে রেখো, ভালোবাসা শান্ত
এক নির্জন
নদীর খোলামেলা পোয়াতি
প্রভাত
বাতাসে ফুল ফোঁটে
তেমনি প্রেম ফোঁটে
সৃষ্টির খেয়ালি ধারাপাত।