
প্রকাশিত: মে ৮, ২০২৫, ১১:৪৬ পিএম
আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধসহ ৩ দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টার পর হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। সেখানে তার সঙ্গে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা যোগ দিয়েছেন। অবস্থান কর্মসূচিতে ‘ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’ প্রভৃতি স্লোগান দেওয়া হচ্ছে। এই কর্মসূচির কারণে যমুনার সামনের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও র্যাব অবস্থান করছে। এর আগে গণহত্যাকারী হিসেবে অভিযুক্ত আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে অবস্থান কর্মসূচির ডাক দেন এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুকে এক পোস্ট দিয়ে এ ডাক দেন তিনি। হাসনাত তার ফেসবুকে বলেন, ‘গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত আজ রাত দশটা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলবে।
তিনি আরও বলেন, ‘যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের সুস্পষ্ট বয়ান নাই, তার সাথে আমরা নাই। ’
এনসিপির দাবিগুলো হচ্ছে-সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে যারা দেশত্যাগে সহযোগিতা করেছে তাদেরকে বিচারে আওতায় আনা,রাষ্ট্রপতি সাহাবুদ্দিনে চুপ্পুর পদত্যাগ এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা।
হাসনাতের নেতৃত্বে রাত ১০ টার দিকে প্রথম মিছিল আসে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশপাশে থাকা এনসিপির নেতা-কর্মীরা আসতে শুরু করে।
পরে ইনকিলাব মঞ্চের কর্মীরাও তাদের দাবির সাথে সংহতি প্রকাশ করে এই বিক্ষোভ সমাবেশে যোগ দেন।
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থাকা প্রতিবন্ধকতার বাইরে রাস্তায় অবস্থান করে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে।
বিক্ষোভ মিছিলের কারণে মৎস্য ভবন থেকে কাকরাইল ও হোটেল ইন্টারনকন্টিনেন্টাল সড়কে পথচারী ও যান চলাচল বন্ধ রয়েছে। ইতোমধ্যে আরও খণ্ড খণ্ড মিছিল আসছে। বাড়ছে উপস্থিতির হার।
মিছিলকারীরা জানান, তারা আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়য়া পর্যন্ত সেখান থেকে সরবেন না।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য ঘটনাস্থলে সতর্ক অবস্থানে রয়েছে।