• ঢাকা বুধবার
    ০১ মে, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

দুর্ঘটনায় মারাত্মক আহত বিসিবির কিউরেটর, স্ত্রী নিহত

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৩, ০৪:৫৮ পিএম

দুর্ঘটনায় মারাত্মক আহত বিসিবির কিউরেটর, স্ত্রী নিহত

ক্রীড়া ডেস্ক

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের কিউরেটর প্রবীণ হিঙ্গনিকার ভারতে ভয়াবহ এক গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন। এতে তার স্ত্রী সুবর্ণা হিঙ্গনিকার ঘটনাস্থলেই মারা গেছেন। মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন প্রবীণ।

মঙ্গলবার বিকাল ৩টার দিকে গাড়িতে স্ত্রীকে নিয়ে পুনে থেকে নাগপুরে ফিরছিলেন প্রবীণ। সমৃদ্ধি মহাসড়কের মেহকার নামক জায়গায় একটি কনটেইনারের সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনার সময় প্রবীণই গাড়ি চালাচ্ছিলেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

২০১৮ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কিউরেটর হিসেবে নিয়োগ পান প্রবীণ। চট্টগ্রামের মাঠের প্রধান কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। এ ছাড়া সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের তত্ত্বাবধায়নেও কাজ করতে দেখা গেছে তাকে।

সম্প্রতি ছুটি নিয়ে নিজ দেশে গিয়েছিলেন প্রবীণ। কে জানত, এমন দুর্ঘটনায় অপেক্ষা করছিল তার ভাগ্যে!

 

বিএস/

আর্কাইভ