• ঢাকা বুধবার
    ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

মিরাজ দলের জন্য যে কোনো পজিশনেই খেলতে প্রস্তুত

প্রকাশিত: জুন ২২, ২০২৩, ০১:৩০ এএম

মিরাজ দলের জন্য যে কোনো পজিশনেই খেলতে প্রস্তুত

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

অক্টোবরে ভারতের মাটিতে বসতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। আসন্ন এই বিশ্বকাপকে সামনে রেখে কয়েক মাস আগে থেকেই নিজেদের দল গোছাতে ব্যস্ত সময় পার করছে টাইগাররা। আলোচনার কেন্দ্রবিন্দুতে দলের ৭ নম্বর পজিশন। তবে গুঞ্জন রয়েছে এই পজিশনের জন্য আলোচনায় রয়েছেন আফিফ হোসেন-মোসাদ্দেক হোসেনসহ একাধিক ক্রিকেটার।

তবে ৭ নম্বর পজিশনের জন্য প্রস্তুত মেহেদী হাসান মিরাজও। মূলত দলের প্রয়োজনে যে কোনো পজিশনেই খেলতে প্রস্তুত তিনি। আজ মিরপুরে গণমাধ্যমে এই অলরাউন্ডার বলছিলেন, ‍‍`আমিতো সবসময় ৮ নম্বরে খেলেছি। ৭ নম্বরে শুধু একটা সিরিজে খেলেছি। ব্যাটিং–বোলিং দুটিতেই যেন ভালো কিছু করতে পারি। আমি যদি ৭ নম্বরে খেলি তাহলেতো একজন বাড়তি বোলার নিয়ে খেলা লাগে। তাহলে আমার দিকেও কম, আমি বোলিং কম পাচ্ছি এটা দিন শেষে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। আমাকে যেখানেই খেলানো হোক না কেন, আমি সব সময় প্রস্তুত। ৭, ৮ নম্বর কিংবা ওপরে সবসময়।‍‍`

আফগানিস্তান সিরিজে মিরাজের কাছে হার-জিত পরের ব্যাপার, ‘একটা জিনিস দেখেন যে, হারা কিংবা জেতা এটা কিন্তু পরের ব্যাপার। আমরা কিন্তু ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলছি। এই সিরিজ যদি হেরেও যাই বা খারাপও খেলি-হতেই পারে। এর মানে এই না যে, আমরা খারাপ টিম হয়ে গেছি। গত কয়েক দিনে আমরা যে পারফর্ম করেছি, বিশ্বকাপ শুরুর আগে যে পয়েন্ট টেবিলটা, প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে শেষ করেছি এটা কিন্তু একটা বার্তা দেয়, ওয়ানডেতে টিম হিসেবে ভালো খেলেছি।‍‍`

‍‍`ভালো পজিশনে যেতে পারব। ওয়ার্ল্ড ক্রিকেটে বড় বড় দলগুলো কিন্তু কোয়ালিফায়ার খেলছে। আলহামদুল্লিলাহ এই বছর কিন্তু আমাদের কোয়ালিফায়ার খেলতে হচ্ছে না। টপ ফোরের মধ্যে ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি। এই জিনিসগুলো আমাদের টিমের জন্য দেশের জন্য ভালো না? আমি মনে করি যে, সামনে একটা দুইটা ম্যাচ খারাপ হতে পারে। খারাপ খেলতে পারি, সেইদিকে ফোকাস না করে ওয়ার্ল্ড কাপে কিভাবে ভালো করতে পারি, সামনে খেলতে পারি, ঘাটতিগুলো কীভাবে উন্নতি করতে পারি, আমাদের ফোকাস সেদিকেই থাকবে। জেতা হারাটা অনেক গুরুত্বপূর্ণ কিন্তু কীভাবে আমরা করব সেইদিকে ফোকাস থাকবে’-যোগ করেন মিরাজ।

আফগানিস্তান সিরিজে হারলে সেটা কি দাঁড়াবে এমন প্রশ্নে মিরাজের উত্তর, ‍‍`৫-৭-১০ টা সিরিজ খেললে আপনি হারতেই পারেন। এই রকম তো হতেই পারে। আমরা ওইদিকে ফোকাস দিচ্ছি না। আমরা ভালো ক্রিকেট যাতে খেলতে পারি, সেই দিকে লক্ষ্য রাখছি। যেহেতু আফগানিস্তানের বিপক্ষে ওয়ার্ল্ড কাপের শেষ সিরিজ, এরপর এশিয়া কাপ, নিউজিল্যান্ড সিরিজ পরে বিশ্বকাপ। আমরা ফিনিংশিংটা যেন ভালো দিতে পারি, সেটা আফগানিস্তান থেকে শুরু করে এশিয়া কাপ থেকে নিউজিল্যান্ড সিরিজ– তিনটা যদি আমরা আরো ভালো কমবাইন্ড ক্রিকেট খেলতে পারি। আমাদের কনফিডেন্ট নিয়ে ওয়ার্ল্ড কাপে যেত পারব।‍‍`

 

জেকেএস/

আর্কাইভ