• ঢাকা বৃহস্পতিবার
    ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

দুই পরিবর্তন নিয়ে সেমির লক্ষ্যে বাংলাদেশ

প্রকাশিত: জুন ২৯, ২০২৩, ০১:৪৩ এএম

দুই পরিবর্তন নিয়ে সেমির লক্ষ্যে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশীপে আজ গ্রুপ পর্বের শেষ দিন। দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ-ভূটানের মোকাবেলা করবে। বাংলাদেশের স্পেনিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা তৃতীয় ম্যাচের একাদশে দু’টি পরিবর্তন করেছেন।

গত ম্যাচে ডিফেন্ডার তারিক কাজী ইনজুরিতে পড়েন। তার জায়গায় পরিবর্তন আবশ্যকীয় ছিল। তারিক কাজীর জায়গায় সেন্ট্রাল ডিফেন্সে খেলবেন ফুলব্যাক বিশ্বনাথ ঘোষ। ফুলব্যাক রহমত মিয়া একাদশে প্রবেশ করে বিশ্বনাথের জায়গায় খেলবেন।

গত দুই ম্যাচেই বদলি হিসেবে খেলেছেন অ্যাটাকিং মিডফিল্ডার শেখ মোরসালিন। আজ গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে একাদশে সুযোগ দিয়েছেন কোচ। ফয়সাল আহমেদ ফাহিদ গত দুই ম্যাচেই একাধিক সুযোগ পেয়ে মিস করেছেন। তাই মোরসালিনের কাছে তাকে জায়গা হারাতে হয়েছে।

আজকের ম্যাচটি ডিফেন্ডার তপু বর্মণের ৫০ তম ম্যাচ। ডিফেন্ডার তপু বর্মণের ভূটানের বিপক্ষে গোল করার রেকর্ড রয়েছে।

বাংলাদেশ একাদশ: আনিসুর রহমান জিকো ( গোলরক্ষক ), তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, রহমত মিয়া, ইসা ফয়সাল, সোহেল রানা, মোঃ হৃদয়,সোহেল রানা ( সিনিয়র), জামাল ভূইয়া, শেখ মোরসালিন, রাকিব হোসেন।

 

বিএস/

আর্কাইভ