• ঢাকা শনিবার
    ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

টাইগারদের দ্বিতীয় ম্যাচেও বৃষ্টির শঙ্কা

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৩, ০৭:০৯ পিএম

টাইগারদের দ্বিতীয় ম্যাচেও বৃষ্টির শঙ্কা

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

বৃষ্টির কারণে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল। প্রথম ম্যাচ পণ্ড হওয়ার পর শনিবার (২৩ সেপ্টেম্বর) দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে দুদল। এ ম্যাচেও রয়েছে বৃষ্টির শঙ্কা।

মিরপুরের আকাশ এখনও মেঘলা। যে কোনো সময় নামতে পারে বৃষ্টি। সেই শঙ্কা থেকেই মাঠের ক্রিজ কভার দিয়ে ঢেকে রেখেছেন মাঠকর্মীরা। বৃষ্টি নামলে বিলম্ব হতে পারে টস করায়, বিলম্বিত হতে পারে ম্যাচ শুরুর সময়ও।

আজকের আবহাওয়ার পূর্বাভাস বলছে, ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। এদিন সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ।

প্রসঙ্গত, প্রথম ওয়ানডেতে বেশ কয়েক বার বৃষ্টি বাগড়া দিয়েছিল। বৃষ্টির কারণে দুবার বন্ধ হয়ে যায় ম্যাচ। শেষ পর্যন্ত তা বাতিলই করে দেয়া হয়। প্রথম দফা বৃষ্টির আগে ৪.৩ ওভারে ৯ রান তুলেছিল নিউজিল্যান্ড।

মিরপুরে আবার বৃষ্টি নামে নিউজিল্যান্ড ৫ উইকেটে ১৩৬ রান করার পর। ফলে ক্রিজ কভার দিয়ে ঢেকে দেয়া হয়।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ